রৌমারীতে বেগম রোকেয়া দিবস পালিত
রৌমারী প্রতিনিধি : গণউন্নয়ন কেন্দ্র এর রি-কল প্রকল্পের উদ্দ্যোগে রৌমারী ও রাজিবপুর উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় একটি র্যালি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে একত্রিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজল হক, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, সিবিওর সদস্যবৃন্দ এবং গণউন্নয়ন কেন্দ্র রি-কল প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মুনীর হোসেন প্রমুখ।
এছাড়াও দিবস উপলক্ষ্যে রৌমারী উপজেলার পালের চর গ্রামে র্যালি ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
(আরইএস/এটিআর/ডিসেম্বর ০৯, ২০১৪)