ফরিদপুরের মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত
স্টাফ রিপোর্টার, ঢাকা: হাই কোর্ট ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথুকে বরখাস্তের আদেশ স্থগিত করেছে।
মেথুর এক রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।
মেথুকে সাময়িক বরখাস্তের ওই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
স্থানীয় সরকার সচিব, বরখাস্তের আদেশে স্বাক্ষরকারী উপ-সচিব, ফরিদপুরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও ফরিদপুর পৌরসভাকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
>>ফরিদপুর পৌরসভার মেয়র সাসপেন্ড
(ওএস/অ/ডিসেম্বর ০৮, ২০০১৪)