ফরিদপুর পৌরসভার মেয়র সাসপেন্ড
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার মেয়র পদ থেকে শেখ মাহাতাব আল মেথুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রবিবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
ওই প্রজ্ঞাপনে শেখ মাহাতাব আলীর বিরুদ্ধে আর্থিক ৮টি অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। ওই সাময়িক বহিস্কারাদেশ জনস্বার্থে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে দেওয়া হয়েছে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
একই সাথে কেন তাকে (শেখ মাহাতাব আলী) স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা আগামী ১০ কর্মদিবসের মধ্যে কারন দর্শাতে বলা হয়েছে।
(ওএস/অ/ডিসেম্বর ০৮, ২০০১৪)