পরকীয়া প্রেমিকার ঘরের সামনে বৃদ্ধ প্রেমিকের আত্মহত্যা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : পরকীয়া প্রেমিকা বিবাহে রাজি না হওয়ায় তার ঘরের সামনে বিষপানে আত্মহত্যা করেছেন বৃদ্ধ প্রেমিক হারুন মোল্লা (৬০)। ঘটনার পর ওই নারী, তার স্বামী ও সন্তান নিয়ে গ্রাম ছেড়ে আত্মগোপন করেছেন। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামের।
আজ মঙ্গলবার দুপুরে মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, বৃদ্ধ হারুন মোল্লার মরদেহের ময়নাতদন্ত থেকে মঙ্গলবার তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও বলেন, এর আগে সোমবার (২৮ এপ্রিল) স্থানীয়দের কাছে খবর পেয়ে মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পরকীয়ার বিষয়ে ওসি বলেন, এ নিয়ে সালিশের একটি বিষয়টি শুনেছি। যার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৃত হারুন মোল্লা দক্ষিণ কাজিরচর গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে। তার স্বজনদের দাবি, গত ২৬ এপ্রিল হারুন মোল্লার সাথে একই গ্রামের এক নারীর (৪৫) পরকীয়ার ঘটনা নিয়ে সালিশ হয়। ওই নারীর স্বামী ও সন্তান থাকা সত্বেও হারুন মোল্লা তাকে বিয়ে করতে চেয়েছিলো। কিন্তু ওই নারী বিয়েতে রাজি না হওয়ায় হারুন মোল্লা ২৭ এপ্রিল দিবাগত রাতে তার ঘরের সামনে এসে বিষপানে আত্মহত্যা করে থাকতে পারেন।
মৃত হারুন মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা স্থানীয় সংবাদকর্মীদের কাছে বলেন, তার মা জীবিত থাকার পরেও বাবা এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পরেন। সম্পর্কের সূত্রে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার আশ্বাসে ওই নারী বিভিন্ন সময়ে তার বাবার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা নিয়েছিলেন। সম্পর্কের বিষয়টি জানাজানি হলে গত ২৬ এপ্রিল দিবাগত রাতে এলাকায় সালিশ বৈঠক হয়। যাতে সিদ্ধান্ত হয়, ওই দুইজনের কেউ কারো সাথে যোগাযোগ রাখতে পারবেন না। সালিশের পর তার বাবা হারুন মোল্লা আর নিজের বাড়িতে ফেরেননি।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বেপারী বলেন, ২৮ এপ্রিল ভোরে ওই নারীর ঘরের সামনে হারুন বেপারীর মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। এসময় মরদেহের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়।
(টিবি/এসপি/এপ্রিল ২৯, ২০২৫)