আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে শারমীন খানম (৩২) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামে সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত শারমীন ওই গ্রামের মৃত আবু হাওলাদারে মেয়ে এবং শাহীন হোসেন এর স্ত্রী।

নিহতর পরিবার সূত্রে জানা গেছে, শারমীন বাবার বাড়িতে বেড়াতে এসে সোমবার বিকেলে বাড়ির আঙ্গিনায় কাজ করছিল। এসময় আকস্মিক বজ্রপাত পরে তার উপর। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শারমীনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(টিবি/এসপি/এপ্রিল ২৯, ২০২৫)