মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

মোহাম্মদ সজীব : রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক কিশোরীকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ৪ জন ধর্ষনকারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মুস্তাকিম, সুমন ও ঝটন রবিন। এসময় তাদের কাছ থেকে একটি সামুরাই ছুরি, একটি দেশীয় বড় ছুরি ও নগদ ৩ হাজার ৩৪০ টাকা জব্দ করা হয়েছে।
যৌথবাহিনীর গোয়েন্দা সুত্রে জানা যায়, সোমবার রাত ১০টা ৩০ মিনিটের , ৪ জনের একটি চক্র এক কিশোরীকে ধর্ষণ করে এবং পরে দেশিয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর পরিবারের ওপর ভয়ভীতি দেখিয়ে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে। চক্রটি ছিনতাই, ডাকাতি ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।
সহরাওয়ার্দী সেনা ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ অপরাধীকে দেশিয় অস্ত্রসহ ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তীতে অভিযান চালিয়ে বাকি দুইজনকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী ইফতেখার বলেন, সেনাবাহিনীর একটি টিম রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা জানান, অভিযুক্তরা শুধু সংঘবদ্ধ ধর্ষণেই নয়; ছিনতাই, ডাকাতি ও ইভটিজিংসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ৪ জন তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছে। পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয় এবং মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
(এমএস/এএস/এপ্রিল ২৯, ২০২৫)