নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পাশে মিললো যুবকের পা বাঁধা মরদেহ

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার দাঙ্গা প্রবণ কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়ির পাশে মিললো রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের রিকাইল শেখের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল মোল্যা ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখ ও পিকুল শেখ সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের মিলন মোল্যা সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে বিরোধ চলে চলছিল।
এ বিরোধের জেরে ১১ এপ্রিল দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে রিকাইল শেখ এবং পিকুল শেখ পক্ষের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন। এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যার ঘটনার পর প্রতিপক্ষের লোকজন ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। এ ঘটনার পর মিলন মোল্লা পক্ষের ফাতেমা বেগম বাদি হয়ে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুইদিন পর আজ মঙ্গলবার সকালে বাদী ফাতেমা বেগমের ছোট ছেলে রফিকুল ইসলামের পা বাঁধা মরদেহ প্রতিপক্ষ রিকাইল শেখের বাড়ির পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী ওযুফা বেগম, মেয়ে খাদিজা খাতুন, ও মা ফাতেমা বেগমের দাবী রিকাইল শেখ, পিকুল শেখ ও সাইদ মোল্লা সহ ১৫/২০ জন মিলে কৌশলে রফিকুলকে হত্যা করেছে। এ ঘটনার বিচার চাই আমরা'।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুুতি চলছে।
(আরএম/এএস/এপ্রিল ২৯, ২০২৫)