গণঅভ্যুত্থানে আহতদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং নিরাপত্তার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহতদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং নিরাপত্তার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জুলাই যোদ্ধারা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড়ে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম, মাহামুদ হাসান বাপ্পি, আব্দুর সামাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা অবহেলিত হচ্ছি কেন,এই জন্য কি আমরা আন্দোলন করেছি ?আমরা লক্ষ্য পুলিশ বাহিনীতে স্বৈরাচারের দোসর এখনো রয়ে গেছে এখনো সংস্কার হয়নি। পাবনাতে এক পুলিশ সদস্যকে বলতে দেখেছি যারা আন্দোলন করেছে যারা জুলাই যোদ্ধা তাদের এমআইএস কপি দেখে ধরে ধরে ফাঁসি দেওয়া হবে। ওই পুলিশ সদস্য স্বৈরাচারের দোসর তাকে আইনের আওতায় আনা হোক। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা করা হচ্ছে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়।অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আপনার আমাদের রক্তের উপর বসে বেইমানি করবেন না। আপনাদের সরাতে সময় লাগাবে না।
বক্তারা আরও বলেন,জুলাই ফাউন্ডেশন থেকে কুষ্টিয়ার জুলাই যোদ্ধারা খুবই অল্প সাহায্য সহযোগীতা পাচ্ছে ,অথচ অন্য জেলা এবং ঢাকাতে বেশি পাচ্ছে,এটি না করে আমাদের জেলায়ও দিতে হবে। আমরা চাই আহতরা যেন সাহায্য পাই এবং সু-চিকিৎসা পাই।
তারা আরও বলেন,আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল জুলাই যোদ্ধাদের নিয়ে রাজনীতি করছেন। আমাদের নিয়ে কেউ রাজনৈতিক ফয়দা হাসিল করবেন না। আমরা গুলি খেয়েছি, আহত হয়েছি স্বৈরাচার পতন করেছি শুধু একটি দল বা গোষ্ঠীকে সরানোর জন্য নয় পুরো সিস্টেমকে পরিবর্তন করার জন্য।
এসময় জেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা ও ছাত্র-জনতা উপস্থিতি ছিলেন।
(এমএজে/এএস/এপ্রিল ২৯, ২০২৫)