শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : ফরিদপুরে  জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরে ‌জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিটে জজকোর্ট প্রাঙ্গন থেকে ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জিয়া হায়দার'র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কোর্ট চত্বর এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য র‍্যালি শেষে ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জিয়া হায়দারের সভাপতিত্বে আলোচনা সভা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস ফরিদপুর এর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিন্টু ‌ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার লুৎফর রহমান (পিলু), সাধারণ সম্পাদক এডভোকেট মো: জসিম উদ্দিন মৃধা (জসিম) , সরকারি আইন কর্মকর্তা, আইনজীবীবৃন্দসহ সরকারি -বেসরকারি সংস্থা সমূহের কর্মকর্তাবৃ্ন্দ।

সভায় ‌বক্তারা বলেন " বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লিগ্যাল এইড সুষ্ঠু এবং সুন্দরভাবে মানুষকে আইন সহায়তা সেবা দিয়ে যাচ্ছ। অন্যান্য আদালতে তুলনায় লিগ্যাল এইড এর সেবা পেতে মানুষকে হয়রানি হতে হয় না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠানের জন্য লিগাল এইড অন্যতম উদাহরণ। প্রান্তিক জনগোষ্ঠী সহজে যেন বিনা খরচে আইনি সহায়তা নিতে পারে এই জন্য হাটবাজারে, ইউনিয়ন পরিষদে, বিলবোর্ড, ফেষ্টুন, বিভিন্ন প্রচারণার মাধ্যমে জনগণকে আইনি পরামর্শ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠী, গরিব অসহায় মানুষ যাতে বিনা খরচে অল্প সময়ের মধ্যে মানুষ সেবা পেতে পারে তার জন্য সকল প্রকার আইনি সহায়তা প্রদান করার কার্যক্রম আরও জোরদার করা হবে বলে সভায় জানানো হয়।

(এসএফএ/এএস/এপ্রিল ২৯, ২০২৫)