অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় যথাযথভাবে পণ্যের মোড়ক ব্যবহার ও সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে পিপাসা সুপার আইসক্রিমকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী জেলা ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অধিদপ্তর সূত্রে জানা যায়, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন-সংরক্ষণের দায়ে পিপাসা সুপার আইসক্রিমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় পাংশার পিপাসা সুপার আইসক্রিমকে জরিমানা করা হয়েছে।
(একে/এসপি/এপ্রিল ২৮, ২০২৫)