সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মুখে কসটেপ প্যাঁচানো অবস্থায় হাসান শেখ (২০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্য ঘেরে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। হত্যাকান্ডের শিকার হাসান শেখ পার্শ্ববর্তী মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের হাসেম শেখের ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিব আল হাসান এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালে উপজেলার তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্য ঘেরে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুখে কসটেপ প্যাঁচানো মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয়রা মরদেহটি পার্শ্ববর্তী মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের হাসেম শেখের ছেলে ইজিবাইক চালক হাসান শেখের বলে শনাক্ত করে। ইজিবাইক চালক হাসান শেখ পরিকল্পত হত্যাকান্ডের শিকার হয়েছে বলে ধারনা করছে পুলিশ। মরদেহের ময়না তদন্ত সোমবার দুপুরে বাগেরহাট ২৫০ বেড হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

(এস/এসপি/এপ্রিল ২৮, ২০২৫)