সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা সদর বাজারের পাশে অগ্নিকান্ডে দুটি ঘর পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর বাজার সংলগ্ন বাদল হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই হান্নান মাতুব্বরের একটি পেঁয়াজের ঘর ও পাশে আদু মাতুব্বরের বসঘর পুড়ে যায়। এই আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি দাবী করেন।

সালথা ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সালথা সদর বাজারের পাশে একটি বাড়িতে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

(এএনএইচ/এএস/এপ্রিল ২৮, ২০২৫)