কালিগঞ্জে চাঁদার দাবিতে সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিড়ঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের চাঁদার দাবিতে একই পরিবারের সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রামনগর গ্রামের মুনসুর আলী সরদারের ছেলে ইকবাল হোসেন বাদি হয়ে রবিবার থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজলার রামনগর গ্রামের ইউনুছ সরদারের ছেলে গোলাম রব্বানী সরদার ও একই গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে সবুজ সরদার।
ঘটনার বিবরনে জানা যায়, রামনগর গ্রামের জমাত আলীর ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে একই গ্রামের আকবর সরদার ও তার জামাতা ইকবাল সরদারের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। আপোষসূত্রে ভোগদখলকৃত ৩৯ শতক জমি সিরাজুল বিক্রি করে দেওয়ার পর গত ২০ এপ্রিল আকবর সরদারের ৩৯ শতক জবরদখল করে নেয় সিরাজুল। একই সময়ে আকবর সরদারের জামাতা ইকবাল সরদারের ১০ শতক জমি তখল করে বেড়া দেয় সিরাজুল। দুটি জমিতে থাকা আমগাছ থেকে অধিকাংশ আম পেড়ে লুট করে সিরাজুল ও তার বাহিনীর সদস্যরা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় গত ২৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে সিরাজুল ও শংকরপুর গ্রামের শহর আলী তরফদার ইকবাল ও বেল্লালের কাছে দাবিকৃত ৯০ হাজার টাকা চাঁদা না পেয়ে আকবর সরতার ও তার পরিবারের সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আহতদেরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে আকবর সরদারকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার ইকবাল সরদার বাদি হয়ে সিরাজুল ইসলামকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আকবর সরদারের বাড়িতে হামলা চালিয়ে সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় রবিবার গোলাম রব্বানী ও সবুজ সরদার নামে এজাহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
(আরকে/এএস/এপ্রিল ২৮, ২০২৫)