বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিএনপি। আজ রবিবার দুপুরে উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান হাওলাদার, সাধারণ সম্পাদক মামুন খান, বিএনপি নেতা কবির শিকদার, ইউপি সদস্য মনির শিকদার, মহিলা দলের সভানেত্রী চামেলী আক্তারসহ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য বাখেন।
মানববন্ধন বক্তারা বলেন, গত ৮ এপ্রিল সন্ধ্যায় চিংড়াখালী গ্রামের আওয়ামী লীগের মিন্টু হাওলাদারের নেতৃতে এক দল সন্ত্রাসী ইউনিয়র যুবদল নেতা সাইফুল দিদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় বিএনপি কর্মী সরোয়ার শিকদার, মহিদ শিকদার, মারুফ শিকদার, দুলাল শিকদার তাকে উদ্ধার করতে আসলে হামলাকারীরা তাদেরও পিটিয়ে কুপিয়ে জখম করে। মামলা হলেও পুলিশ এখনো এঘটনায় জড়িত প্রধান আসামী মিন্টু হাওলাদারকে সব আসামীকে গ্রেফতার করতে পারেনি। বক্তার অবিলম্বে সব আসামীদের গ্রেফতারের দাবী জানান।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশিদ বলেন, চিংড়াখালীতে যুবদল কেতাকর্মীদের আহতের মামলায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহক রয়েছে।
(এস/এসপি/এপ্রিল ২৭, ২০২৫)