তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জয়ন্ত ব্যানার্জি  নামের এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে কাফনের কাপড় ও খোলা চিঠি দিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। এতে ওই পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জয়ন্ত ব্যানার্জি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলহারা-২ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জয়দেব ব্যানার্জি। ছেলে ও বাবা মুকসুদপুর উপজেলার খান্দারপাড়f বাজারে ওষুধের ব্যবসা করেন। এ ব্যাপারে জয়ন্তর বাবা জয়দেব ব্যানার্জি মুকসুদপুর থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ বলা হয়েছে, ১৮ এপ্রিল ভোরে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলেন জয়ন্ত ব্যানর্জির মা মলিনা ব্যানার্জি। খোলার পর ঘরের সামনে সিঁড়িতে একটি ব্যাগ দেখতে পায়। ওই ব্যাগে কাফনের কাপড় ও একটি খোলা চিঠি ছিল।

ওই চিটিতে লেখা ছিল "জয়ন্ত, আমার কথা শোনো, আমরা অনেক সমস্যায় আছি । তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমাদের এই মুহূর্তে অনেক সমস্যা হচ্ছে। তাই তোমার আমাদেরকে একটু হেল্প করতে হবে। তুমি আমাদেরকে দুই লক্ষ টাকা দেবে। আজ পর্যন্ত তোমাদের কোন সমস্যা করিনি। বেশি কথা বলব না, তুমি টাকা দেবে আর এই কথা যদি কেউ জানে তাহলে তোমার অনেক সমস্যা হবে। তোমার বাড়ির আশেপাশ দিয়ে অনেক লোক থাকবে। যদি কোনদিন শুনি কথা বলাবলি করছ, তাহলে বুঝবা আমরা কি জিনিস। সময় ৭ দিন। ৩ দিন পর বলবা টাকা দিবা কি না ? টাকা দিবা বিকাশে ওকে, বিকাশ নাম্বার দিয়ে দেব। তোমাদের অনেক লোক আছে জানি এই কথা বলাবলি করো না। চুপচাপ করে দিলে তোমারই ভালো।"

জয়ন্ত ব্যানার্জি বলেন, ১৮ এপ্রিল রাত সাড়ে ৮ দিকে ০১৭৬ ২২৬ ৩৭৫৮ নাম্বার থেকে আমার মায়ের মুঠোফোনে কল আসে। বলে জয়ন্ত আপনারা চিঠি পাননি? কিছু সময় পরে একটি খুঁজেবার্তা পাঠায়। যেখানে লিখেছেন চিঠি পেয়েছিস টাকা দিবি না? টাকা না দিলে তোদের ক্ষনে ক্ষণে বিপদ আছে আর এই কথা কাউকে বলবি না। বললে তোদের জানে মেরে ফেলবো। খুদেবার্তা পাঠানোর ৩০ মিনিট পর আমাদের বসত ঘরের পাশে জ্বালানি কাঠে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আমাদের চিৎকারে আশেপাশের লোক এসেন। তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তা না হলে আমাদের বসত ঘরে আগুন লেগে যেত। আমরা এ বিষয় নিয়ে খুবই আতঙ্কে আছি।

মুকসুদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোস্তফা কামাল বলেন, বেনামে চিঠিও কাফনের কাপড় পাঠানোর ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের পাশে পুলিশ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। যে নাম্বার থেকে কল ও খুদেবার্তা পাঠানো হয়েছে ওই নাম্বারটিও খতিয়ে দেখছি। তবে এটি কি কেউ জ্যোক করেছে ? না কি সত্য সত্য এ চিঠি দেওয়া হয়েছে, সেটিও গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করা হচ্ছে।

(টিবি/এসপি/এপ্রিল ২৭, ২০২৫)