চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৬৮) নামের এশবৃৃদ্ধ মারা গেছে। আজ রবিবার সকালের দিকে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পূর্বে জগতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মূলগ্রাম ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজানের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। রোববার সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে খবর দেয়। তারা এসে মরদেহ উদ্ধার করে।

সিরাজগঞ্জ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(এসএইচ/এসপি/এপ্রিল ২৭, ২০২৫)