আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : “এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই” শ্লোগানে রবিবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাদ ইসলাম রিয়ান। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন বরিশাল শাখার আয়োজনে বিক্ষোভে নার্সিং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সগুলোকে স্নাতক বা ডিগ্রি পাস কোর্সের সমমান দিতে হবে। তারা আরো বলেন, চার বছর সময় নিয়ে আমাদের ডিপ্লোমা কোর্স শেষ করতে হয় কিন্তু এরপরেও আমাদের শিক্ষাগত মর্যাদা স্বীকৃতি পায় না। এ বৈষম্য শুধু হতাশার নয় বরং এটি আমাদের পেশাগত ভবিষ্যৎকেও বাঁধাগ্রস্ত করছে।

(টিবি/এসপি/এপ্রিল ২৭, ২০২৫)