আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বাউরগাতি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ও অপর আরেকটি আংশিক ভস্মিভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ারকর্মী মেহেদী হাসানসহ তিনজন আহত হয়েছেন।

খবর পেয়ে রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সাধ্য অনুযায়ী সরকারি বরাদ্দের মাধ্যমে সহায়তা প্রদান করার আম্বাস প্রদান করেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে ওই গ্রামের আব্দুল মন্নান মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আব্দুল মন্নান মিয়ার বসত ঘর সম্পূর্ন এবং পার্শ্ববর্তী রফিকুল ইসলামের দালানের আংশিক ভস্মিভূত হয়। অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এসপি/এপ্রিল ২৭, ২০২৫)