সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সনাতন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাশ্মশান ও মিলন মন্দির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

আজ শনিবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া হাজরাতলা মহাশ্মশান ও মিলন মন্দিরের শুভ উদ্বোধন করেন তিনি।

উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।

হাজরাতলা সার্বজনীন মহাশ্মশান কমিটির সভাপতি বিনয় মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুন মন্ডলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদসহ বিএনপির নেতৃবৃন্দ ও হাজার হাজার শ্রোতাবৃন্দ।

পরে গান পরিবেশন করেন, বাংলাদেশ বেতারের গীতিকার ও সালথা লালন নবধারা সঙ্গীত একাডেমীর সভাপতি কন্ঠশিল্পী বাবু বলরাম সরকার ও কন্ঠ শিল্পী ভগীরত মালোসহ স্থানীয় শিল্পী বৃন্দ।

(এএন/এসপি/এপ্রিল ২৬, ২০২৫)