শ্যামনগরে উপকূলীয় নদী রক্ষা বাঁধে ভয়াবহ ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় চুনকুড়ি নদী রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। গত শুক্রবার রাতে হরিনগরের সিংহরতলী নামক স্থানে ৩৫ মিটার ফাটল দেখা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সিংহরতলী গ্রামের ভবেশ মণ্ডল, রহমত আলীসহ কয়েকজন জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -১ এর আওতাধীন হরিনগর ইউনিয়নের সিংহরতলী এলাকায় চুলকুনি নদীর বেড়িবাঁধে শুক্রবার রাতে হঠাৎ করে প্রায় ৩৫ মিটার ফাটল দেখা দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়। জোয়ারের পানিতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে এমন আশঙ্কায় গ্রামের মানুষ রাত জেগে পাহারা দিয়েছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে।
এদিকে উপকূল রক্ষা বেড়িবাঁধ ফাটলের খবর শুনে শনিবার সকালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) প্রিন্সি রেজা সিংহরতলী এলাকায় ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন।
বেড়িবাঁধের ফাটল এলাকা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা এসওকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা ভোর থেকে কাজ শুরু করে দিয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।
পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ এর শ্যামনগরের সেকশান অফিসার প্রিন্স রেজা বলেন, চুনকুড়ি নদীর ফাটল দেখা দেওয়া বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। আগামিকাল রবিবারের মধ্যে কাজ শেষ হবে।
(আরকে/এসপি/এপ্রিল ২৬, ২০২৫)