রাজৈর প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর এ রাজৈর প্রেসক্লাবের আয়োজনে আজ শুক্রবার সকালে রাজৈর পথককলি নৈশ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাজৈর প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দৈনিক টেকেরহাট পত্রিকার সম্পাদক নাজমুল হোসেন ,বাসু এর সভাপতিত্বে ও সাপ্তাহিক সুবার্তা পত্রিকার সম্পাদক মোস্তাফিজুর রহমান নাদির এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মতিন খন্দকার, এশিয়ান টিভির রাজৈর উপজেলা প্রতিনিধি, অনাদি কুমার মন্ডল, ৭১ টেলিভিশন এর রাজৈর উপজেলা প্রতিনিধি, সজীব, সাংবাদিক নাজমুল হোসেন কবীর, সাংবাদিক টুটুল বিশ্বাস, সাংবাদিক জাকির হোসেন ডাবলু, সাংবাদিক প্রশান্ত কুন্ডু, সাংবাদিক কাজী নজরুল ইসলাম, সাংবাদিক, আসাদুল হক সনেট প্রমূখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক সহিদুল আলম টুকু,সাংবাদিক মহিউদ্দিন হীরা, দৈনিক বাংলা ৭১ পত্রিকার সাংবাদিক বিপুল কুমার দাস, সাংবাদিক মনিরুল ইসলাম সাংবাদিক বোরাক সহ আরো অনেকে সভায় প্রেসক্লাবের সদস্যপদ যাচাই বাছাই ও হালনাগাদ করণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে সভাপতির আদেশ ক্রমে সভা সমাপ্ত হয়।
(বিডি/এসপি/এপ্রিল ২৫, ২০২৫)