আলসে মানুষ

আলসে মানুষ বিলাসী হয় আরাম যে চায় দেহ
খেতে বসে গাপুসগুপুস খায় শর্করা - স্নেহ
খায় মিষ্টি স্বাদের দধি
তুলতুলে তার শোবার গদি
স্ট্রোকে যখন শয্যা নেয় পায়না দেখার কেহ!

ছাড় কেউ পাবে না

আবরার খুন করে, খুনী হলো যারা
ফাঁসির অপেক্ষায়, দিন গোনে তারা!
দিন কারো যাবে না
ছাড় কেউ পাবে না
পারভেজ খুন হলো; খুনী ওরা, কারা?

দালাল ছিলো দালাল

স্বৈরাচারের ছোট ভাইয়ের, বাড় বেড়েছে বাড়
গরম গরম বলতে কথা, পেয়েই যাবে ছাড়!
দালাল ছিলো, দালাল
সব করেছে হালাল
শেষ কি তোদের শক্তি সাহস, নুইয়ে দিতে ঘাড়?

কর্মী ছিলাম কর্মী আছি

কর্মী ছিলাম কর্মী আছি সঙ্গীরা সব জেলে
তারা গেছে তাদের পথে,আমায় গেছে ফেলে!
ওই যে নেতা পালিয়ে গেছে
দাওয়াত খেয়ে থাকছে বেঁচে
মোবাইল হাতে ফুর্তি মনে দেখছি গেইম খেলে!

কিন্তু তিনি মানুষ বদ

নামাজ রোজা করেন ঠিক লেবাসটাও ফরেজগারি
কিন্তু তিনি মানুষ বদ দুই নাম্বারের কারবারি
মুল্লুকে আজ তিনিই রাজা
দেহ খানা রাখতে তাজা
প্রজাদেরে ফান্দে ফেলে ক্ষমতা দেখান বারবারই!

আজ তিনি নিরাপদ

রাজনীতি করে তুমি কি করেছো কার?
গান শুধু গেয়ে গেছো সেইতো আপার
নিয়ে তার সভাসদ
আজ তিনি নিরাপদ
তুমি মরে পচে গিয়ে হবে খাঁটি সার!