কিশোরগঞ্জ প্রতিনিধি : কুলিয়াচরের চালককে হত্যা করে সিএনজি ছিনতাই করার দায়ে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

রবিবার রাতে ডিবির এসআই শামছুল হাবিব ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে প্রথমে শামীম মিয়া (৩০) কে ও পরে বিভিন্নস্থান থেকে মোবারক মিয়া (২৩), মো. সোহাগ (৩০) ও জামির মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর ছিনতাইকারি চক্র যাত্রী বেশে আগরপুর বাসষ্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া করে ভাগলপুর যাবার কথা বলে। রাস্তায় রামদি এলাকায় আফতাব ড্রেসিং প্যান্টের সামনে সিএনজিটি পৌঁছলে চালক হোসেন মিয়াকে সিএনজি থেকে নামিয়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করে হত্যা করে। পরে চালকের লাশ পুকুরে ফেলে ছিনতাইকারীরা সিএনজি নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর কুলিয়াচর থানায় মামলা নং- ১০ রুজু করেন। পুলিশ প্রকাশ্যে গোপনে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পায়।

(পিকেএস/এটিআর/ডিসেম্বর ০৮, ২০১৪)