ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ফারুক হাসান

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।
জমি দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনায় প্রায় মাস খানিক আগে এই বাড়িগুলোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-২ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় ফারুক হাসান বলেন, এই এলাকার প্রতিটি মানুষ আমার আপনজন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে ঠাকুরগাঁও জেলাকে রোল মডেল হিসাবে গড়ে তুলবো। কেউ যাতে রাজনৈতিক দলাদলি না করে সে বিষয়েও তিনি কড়া হুশিয়ারী দেন।
এ সময় তার দলের নেতাকর্মী সহ আশেপাশের গ্রামের দুই শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
(এই/এএস/এপ্রিল ২৫, ২০২৫)