রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রংপুরে পাঠানোর সময় ৯০০ কেজি অপরিপক্ক ক্যামিকেল মিশ্রিত গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের বাঁকাল হাইস্কুল মোড়ে একটি পরিবহন থেকে এসব আম জব্দ করা হয়। এসময় আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে।

আটক ব্যবসায়ী আব্দুল্লাহ গাজী (৪৫) সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া গ্রামের আহমাদ আলীর ছেলে।

সদর উপজেলার কমিশনার (ভূমি) অতীশ সরকার জানান, শ্যামনগর থেকে দুটি পরিবহন যোগে অপরিপক্ক আম রংপুরে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বৃহষ্পতিবার সন্ধ্য্ াসাড়ে সাতটার দিকে শহরতলীর বা্কাঁল হ্ইাস্কুল মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৫ ক্যারটে থাকা ৯০০ কেজি অপরিপক্ক কেমিকেল মিশ্রিত গোবিন্দভোগ আম জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ব্যবসায়ী আব্দুল্বলাহ গাজীকে। রাত ১০টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত আম বাঁকাল হাইস্কুলের পাশে রোলার দিয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(আরকে/এএস/এপ্রিল ২৫, ২০২৫)