ভৈরব সার আত্মসাতের ঘটনায় গ্রেফতার ১
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব বিএডিসির সার গুদাম থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৪ হাজার ৬ শত ৩১ মেট্রিক টন সার আত্মসাত হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ বিএডিসি (সার) যুগ্ন পরিচালক মো. শহীদুল্লা শেখ বাদী হয়ে ভৈরব থানায় গত ১৬ নভেম্বর মামলা নং- ১৩ দায়ের করে।
এরপর থেকে আসামী মো. রেজাউল করিম কর্মস্থল থেকে পালিয়ে গা ঢাকা দেয়। দুদকের ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয় থেকে আসামীকে গ্রেফতার করতে ভৈরব থানা পুলিশকে অধিযাচনপত্র দেয়। পরে জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সৈয়দ আবু সায়েম ও বাজিতপুর সার্কেলের এএসপি মৃত্যুঞ্জয় দে সজলসহ ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার, ডিবির এসআই মুর্শেদ জামান, আহুতিয়া তদন্ত কেন্দ্রের এসআই মতিউর রহমান, ভৈরব থানার এসআই খায়রুল ইসলামের সমন্বয়ে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে।
পরে পুলিশ ঘটনার প্রধান অভিযুক্ত আসামী ভৈরব বিএডিসি সার গুদামের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (সার) মো. রেজাউল করিমকে সোমবার সকাল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহরের বেড়াডুবা এলাকায় তার শ্বশুর ইউসুফ আলী ভূঞার বাস ভবন থেকে তাকে গ্রেফতার করে। দুদকের ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা পাল কমল চন্দ জানান, আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে কোর্টে আবেদন করা হয়েছে।
(পিকেএস/এটিআর/ডিসেম্বর ০৮, ২০১৪)