সুবর্ণচরে হত্যার উদ্দ্যেশে প্রবাসী যুবককে পিটিয়ে আহত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে কানাডা প্রবাসী এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে ২৩ এপ্রিল বুধবার রাত আনুমানিক সাড়ে ৯ টা ১০ মিনিটের সময় সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবিলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চর জিয়া উদ্দিন গ্রামের চর জিয়া উদ্দিন বাজার সড়কের ওপর।
আহত ভুক্তভোগী চরজব্বর ইউনিয়ন ৮নং ওয়ার্ড উত্তর বাগ্যা গ্রামের মফিজুল হকের পুত্র কানাডা প্রবাসী মোঃ রিপন (২৮) বলেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের নেতা ছিলেন, বিভিন্ন সময় তার ফেসবুকে বিরোধী দলের নেতাকর্মিদের অন্যায় অপরাধের প্রতিবাদে রিপন তাদের বিরুদ্ধে লেখা লেখি করেন সে থেকে বিরোধী দলের একটি চক্র তাকে গুম খুন, মারধরের পায়তারা করে আসছিলো। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামিলীগ সরকার পতনের পর ২০২৪ সালের ডিসেম্বর তিনি কানাডা পাড়ী জমান। গত ১৮ এপ্রিল কানাডা থেকে দেশে আসেন। ঘটনার দিন ২৩ এপ্রিল রাতে তিনি চর জুবিলী ইউনিয়নের অবস্থিত তার বড় বোনকে দেখতে যান সেখানে রাতের খাওয়া শেষে তার নিজ বাড়ী চরজব্বর যাওয়ার উদ্দ্যেশে রাওয়ানা হন। হঠাৎ করে পেচন থেকে ২ টি হোন্ডা যোগে মুখোশ পরা ৪/৫ জন লোক তার পথ আটকে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তার শৌর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দূর্বিত্তরা পালিয়ে যায়। পরে রিপনের আত্বীয় স্বজন তাকে চরজব্বর হানপাতালে নিয়ে যান যাহার রেজি নং ৫২৭/১০ তারিখ ২৩/০৪/২০২৫
মোঃ রিপন আরো বলেন, আমি ছাত্ররাজনিতী করায় বিরোধী দলের কিছু নেতা বিভিন্ন সময় আমাকে গুম খুনের হুমকি দিয়ে আসছিলো তারই সূত্রে ধরে আমাকে হত্যার উদ্দ্যেশে এ হামলা করা হয়। আমার আত্বীয়রা এগিয়ে না আসলে হয়তো তারা আমাকে সেখানেই মেরে পেলতো। এর আগেও বহুবার আমার বাড়ীতে হামলা ভাংচুর করা হয় এবং আমাকে হত্যার পরিকল্পনা করা হয়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি যদি আর কিছুদিন দেশে থাকি হয়তে তারা আমাকে হত্যা করে পেলবে। তারা প্রভাবশালী হওয়ায় আমি প্রশাসনের সহযোগিতা পাবো কিনা সেটা নিশ্চিত নয়।
ঘটনার তদন্তে ঘটনাস্খলে গেলে এলাকাবাসী ও রিপনের আত্বীয়রা বলেন, রাতে সন্ত্রাসীরা তাকে হামলা করে, যথা সময়ে যদি লোকজন না আসতো হয়তো তাকে সন্ত্রাসীরা মেরে পেলতো।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
(আইইউএস/এএস/এপ্রিল ২৪, ২০২৫)