বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার এস, এম আবু দারদা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল-মামুন খান, যশাই ইউপি চেয়ারম্যান আবু হোসেন খান, কসবাজাইল ইউপি চেয়ারম্যান শাহারিয়ার সুফল মাহমুদ, পাট্টা ইউপির প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম ও মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ,কে আজাদ।

বক্তব্যে শুরুতেই ভেজাল গুড় তৈরি কারীদের আইনের আওতায় আনার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দেওয়া হয়।এসময় বক্তাগণ পাংশা উপজেলায় মাদক, চুরি, মারামারি সহ আইন-শৃঙ্খলার বিষয় নিয়ে আলোচনা করেন।

(একে/এসপি/এপ্রিল ২৪, ২০২৫)