কাশ্মীরে হামলায় চিহ্নিত ৩ জনের নাম প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক : ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছে। হামলার সঙ্গে জড়িত চার বন্দুকধারীর মধ্যে ৩ জনের স্কেচসহ নাম প্রকাশ করা হয়েছে।পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, চিহ্নিত তিনজনের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক। আরেকজন অনন্তনাগের স্থানীয় বাসিন্দা। তবে, চতুর্থ সন্দেহভাজনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
হামলাকারীরা হলেন পাকিস্তানের নাগরিক হাশিম মুসা ওরফে সুলেমান, পাকিস্তানের নাগরিক আলি ভাই ওরফে তালহা ভাই এবং জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা আবদুল হুসেন ঠোকার।
ভারত পুলিশের দাবি, এই তিনজন হামলাকারীই পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়েবার সদস্য। পাকিস্তান এরই মধ্যে হামলায় জড়িত থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে।
সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য দিতে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। একইসঙ্গে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।
এদিকে, কাশ্মীরে জঙ্গি হামলা ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ আর উত্তপ্ত বাক্য বিনিময়ে দীর্ঘদিন পর চরমভাবাপন্ন হয়ে উঠতে দেখা যাচ্ছে দুদেশের বৈরীতা। এরইমধ্যে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত, সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিতসহ একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত।
অন্যদিকে, ভারতের এসব কর্মকাণ্ডকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়েছে পাকিস্তান। একইসঙ্গে এই ঘটনাকে ‘ফলস ফ্ল্যাগ’ বলছে পাকিস্তান। ‘ফলফ ফ্ল্যাগ’ হলো কোনো দেশের পরিকল্পিত ভয়াবহ ঘটনাকে সুক্ষ্মভাবে অন্য দেশের ঘাড়ে চাপিয়ে দেওয়া।
পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার (অব.) আহমেদ সাঈদ মিনহাস বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভারতীয় মিডিয়া এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে। অথচ, হামলাটি হয়েছে ভারতের অবৈধভাবে দখল করা জম্মু-কাশ্মীরের ৪০০ কিলোমিটার ভেতরে।
(ওএস/এসপি/এপ্রিল ২৪, ২০২৫)