জামালপুরে ৫ দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ৫ দফা দাবিতে বি'ক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম জেলা শাখার নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দাবিগুলো হলো, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার। বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল। ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যাগ ও ওয়াকফ আইন বাতিল। ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যােগ গ্রহণ করা।
হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মুফতী আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী সুহাইল আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা নজরুল ইসলাম, আল-আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের মুফতী আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতী সাঈদ আহম্মদ, মুফতী আব্দুল্লাহ আল মামুন, মুফতী আব্দুল্লাহ আল মামুন, পৌর শাখার সভাপতি হযরত মাওলানা আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান সাকী, মুফতী তানভীর মাহাতাব রহমান, সদস্য হাফেজ মাওলানা মশিউর রহমান খান আজাদী, হেফাজতের নেতা মুফতী সাইদুর রহমান, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতী মুখলেছুর রহমান জমিরী প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে তাঁদের দাবিগুলো বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের হেফাজতে ইসলাম জামালপুর জেলা ও সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/এপ্রিল ২৪, ২০২৫)