স্টাফ রিপোর্টার : নির্বাচনী আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি বিষয়ক কমিটি। বৈঠকে নির্বাচনী আচরণবিধি পরিবীক্ষণ এবং বিবিধ বিষয়ে আলোচনা হবে।

গতকাল বুধবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম সভার নোটিশ জারি করেন।

ইসি জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় ‘সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’ বৈঠকে বসবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ও কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার। এতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০২৫)