‘দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার’
.jpg)
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, 'দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।' আজ বুধবার দুপুরে ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারে সরকার আন্তরিক রয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি একান্ত সচিব মো. ইনজামুল হক, ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, স্থানীয় সরকার, ফরিদপুরের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য শামসুল আলম আল বরাটি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কাজী মাওলানা দেলোয়ার হোসেন ও মো. শাহাদাত হোসেন, রাজেন্দ্র কলেজের সহযোগি অধ্যাপক মোহাম্মদ ইয়াদ আলীসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ।
শিক্ষা উপদেষ্টা ফরিদপুর মুসলিম মিশনের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের বিভিন্ন ল্যাবরেটরি, ফরিদপুর মুসলিম মিশন দাখিল মাদ্রাসা, মুসলিম মিশন চত্বর ও মুসলিম মিশন এতিমখানা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ফরিদপুর মুসলিম মিশনের এতিম শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা ড. সি আর আবরার।
ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শনের আগে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ওরফে ড. সি আর আবরার ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবন উদ্বোধন করেন।
(আরআর/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)