নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া হাটের  ইজারার টাকাকে চাঁদাবাজি আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে বড়দিয়া বাজার বিএনপি অফিসে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নওশের বিশ্বাস। এ সময় বড়দিয়া হাটের ইজারাদার মো: শামীম মোল্যাসহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভা থেকে বক্তারা অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি 'আমার সোনার বাংলা', 'সংগ্রাম প্রতিদিন' ও 'আমি জয় বাংলার লোক' ফেসবুক আইডি থেকে খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি ও নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি বিশ্বাস নওশের আলীর নেতৃত্বে বড়দিয়া বাজারে বিশ্ব, শামীম, জগো ও সাধন দাশ খাজনার নামে চাঁদা আদায় করছে বলে পোষ্ট করে। মিথ্যা পোষ্টের বিষয়টি সভাপতি নওশের বিশ্বাসের দৃষ্টিগোচর হলে তিনি
ফেসবুকে প্রতিবাদ জানান।

সভায় অভিযোগ করে আরও বলা হয়, সরকারি নিয়ম মেনে বড়দিয়া হাট-বাজার পরিচালিত হচ্ছে। তথাপিও একটি কুচক্রী মহল হাট-বাজারের ইজারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় নিন্দা ও প্রতিবাদসহ ওই আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি নওশের বিশ্বাস বলেন, শামীম মোল্যা বড়দিয়া হাট ডেকে আনার পরে নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীদের নিয়ে সারা বছরের ইজারা মওকুফের জন্য বসে শ্রেনীভেদে টাকা প্রদানের তালিকা করে দেন। এতে ব্যবসায়ীদের কোন আপত্তি নেই। অথচ বিষয়টিকে চাঁদাবাজি বলে ওই আইডিগুলো থেকে পোষ্ট করেছে, যা নিন্দনীয় ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্নের শামিল। তাই আইডিগুলোকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

হাট মালিক শামীম মোল্যা বলেন, হাটের টাকা বাকী থাকায় স্থানীয় বিএনপি নেতা ও বাজারের গণ্যমান্যদের ব্যক্তিবর্গদের সাথে কথা বলে বাকি টাকা পরিশোধের জন্য সর্বসম্মতিক্রমে দোকান ভেদে ইজারা ধার্য্য করা হয়। কিন্তু এই তুচ্ছ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়টিকে মিথ্যা অভিহিত করে নিন্দা জানিয়ে বাজারের ব্যবসায়ী সঞ্জয় রায়, পটু দাশ, আমিনুল ইসলাম, সাধন দাশ, কিবু মোল্যাসহ অনেকে বলেন, ' প্রতি বছরের ন্যায় আমরা ভাসান খাজনা দিয়ে আসছি। দোকান ভেদে কমবেশী হতে পারে। তবে এখানে জোর জুলুমের কোন অস্তিত্ব নেই। এ ছাড়া বিষয়টিকে চাঁদাবাজি বলে ফেসবুকে দেওয়া দুঃখজনক।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা যুবদলের সেক্রেটারী চৌধুরী সাকাওয়াত হোসেন (ঝুনু), খাশিয়াল ইউনিয়ন বিএনপির সেক্রটারী মোঃ জিয়াউর রহমান, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি শিকদার লাভলু মিয়া, সৌদী প্রবাসী রিপন শিকদার, শ্রমিক দলের আহ্বায়ক মমিন খানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

(আরএম/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)