তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ

বিশেষ প্রতিনিধি : রাশিয়ার ‘ভিজভ’ ফাউন্ডেশন সারাবিশ্বের তরুণ বিজ্ঞানীদের কাছ থেকে অত্যন্ত সম্মানজনক ‘ভিজভ’ ভবিষ্যৎ প্রযুক্তির জন্য মনোনয়ন আহ্বান করেছে। মনোনয়ন জমার শেষ তারিখ ১ মে ২০২৫. রুশ রাষ্ট্রিয় পারমাণবিক সংস্থার (রসাটম) মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক বিজ্ঞান ও প্রতিটি মানুষের জীবনের চিত্র পরিবর্তনে যুগান্তকারী আইডিয়া ও আবিষ্কারকে স্বীকৃতি প্রদানের জন্য এই পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। এর অন্যতম লক্ষ্য তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করা এবং এর জন্য নিজেকে উৎসর্গ করার অনুরেপ্রেরণা যোগানো।
যেকোন দেশ থেকে তরুণ বিজ্ঞানীরা ‘ডিসকভারি’ ক্যাটাগরিতে পুরষ্কারের জন্য আবেদন করতে পারবেন। এই ক্যাটাগরিটি ২০২৪ সাল থেকে প্রবর্তন করার মাধ্যমে ‘ভিজভ’ পুরষ্কারকে আন্তর্জতিক রুপ দেয়া হয়। যদিও পুরষ্কারের চারটি ক্যাটাগরি শুধুমাত্র রুশ বিজ্ঞানীদের জন্য নির্ধারিতঃ ‘ব্রেক থ্রু’, ‘ইঞ্জিনিয়ারিং সল্যুশন’, ‘সাইন্টিস্ট অফ দা ইয়ার’, এবং ‘পারস্পেকটিভ’।
গত দশ বছরের মধ্যে (যদিও চুড়ান্ত নয়) অর্জিত সাফল্যের জন্য স্বক্রিয় গবেষকদের এই পুরষ্কারের জন্য বিবেচনা করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নকে বিশেষভাবে প্রভাবিত করেছে এমন আবিষ্কারের জন্য ‘ডিসকভারি’ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
vyzovprize.com ওয়েবসাইটের মাধ্যমে তিনটির যেকোন একটি উপায়ে পুরষ্কারের জন্য আবেদন করা যাবেঃ নিজস্ব নমিনেশন, সহকর্মী কোনও বিজ্ঞানী দ্বারা নমিনেশন, কোনও বৈজ্ঞানিক প্রতিষ্ঠান বা সংস্থা (বিশ্ববিদ্যালয়, গবেষণা ইন্সটিটিউট ইত্যাদি) কর্তৃক নমিনেশন। প্রতিটি ক্যাটাগরিতে প্রাইজ মানির পরিমান প্রায় ১৩৫,০০০ মার্কিন ডলার।
(এসকেকে/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)