বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে একুশ পুরিয়া হেরোইনসহ মোঃ জয়নাল ফকির (৪৫) ও ৩০ পুরিয়া হেরোইনসহ মোঃ মজনু মোল্লা (৪৫) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। জয়নাল গোয়ালন্দ ঘাট থানার সাকের ফকির পাড়া, পৌর ০৯নং ওয়ার্ড’র মৃত সাহেব আলী ফকিরের ছেলে ও মজনু উপজেলার পূর্ব তেনাপচা আশ্রয়ন প্রকল্প এলাকার হবি মোল্লার ছেলে।

মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া বাজার চেয়ারম্যান গলির আরিফুল ট্রেডার্স’র সামনে পাকা রাস্তার উপর ও নৌ-পুলিশ ক্যাম্পের পেছনের একটি গলি থেকে অভিযান চালিয়ে থানার এসআই মোঃ রুস্তম আলী ও এসআই মোঃ আব্বাস উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক দু’টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এএস/এপ্রিল ২৩, ২০২৫)