বাগেরহাটে ৬ ককটেলসহ শ্রমিকদলের ১৮ নেতাকর্মী আটক, কারাগারে প্রেরণ
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট শহরতলীর খানহাজান (রহ:) দরগা মোড়ে হোটেল জারিফ থেকে সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৬টি অবিস্ফোরিত ককটেলসহ জেলা শ্রমিকদলের নেতা মো. আবুল কাশেম সেলিম ভূইয়াসহ তার গ্রুপের ১৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আটককৃত জেলা শ্রমিকদলের নেতা মো. আবুল কাশেম সেলিম ভূইয়া তার গ্রুপের এসব নেতাকর্মীকে বিকালে থানায় হস্তান্তর করা হয়। বিস্ফোরকদ্রব্য আইনে তাদের গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় আদালতে পাঠালে বিচারক তাদের বাগেরহাট করাগারে পাঠানো নির্দেশ দেয়।
বাগেরহাট সদর ধানা পুলিশের এসআই ও মামলার বাদী গৌতম কুমার মন্ডল এতথ্য নিশ্চিত করে জানান, আটককৃত জেলা শ্রমিকদলের নেতা মো. আবুল কাশেম সেলিম ভূইয়া ছাড়াও তার গ্রুপের অন্য নেতাকর্মীদের মধ্যে রয়েছে মো. আজিম ভূইয়া, মো সাগর হাসান, মোস্তফা কামাল সাব্বির, তুফান হাওলাদার, মো. মনি মোল্লা, মো. নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, শাকিব আহম্মেদ রাজ, মো. সাজিদ, নিমাই সরকার, সিরাজুল শেখ, মো. মাশুক, মো, মিলন শিকদার, রবিউল সরদার, মো. ইয়াসিন আরাফাত ও মো. শাহীন অভি শেখ। বিস্ফোরকদ্রব্য আইনে তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আদালতে পাঠালে বিচারক তাদের বাগেরহাট করাগারে পাঠানো নির্দেশ দেয়।
(এস/এসপি/এপ্রিল ২২, ২০২৫)