একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে মাছ মরে ভেসে উঠলে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজী আরাফাত হাসান জিসান দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি ইটভাটার পাশে পুকুরে তেলাপিয়া, রুই, কাতলা, পাঙাস, পুঁটি সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। মঙ্গলবার সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ কেউ মাছ ধরে নিয়ে যেতে দেখা গেছে।

ক্ষতিগ্রস্ত পুকুর মালিক কাজী আরাফাত হাসান জিসান অভিযোগ করে বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ফরিদ মোল্যা, জাকির মোল্যা, জাহাঙ্গীর মোল্যা, পলাশ মোল্যা ও শামীম মোল্যা আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে সন্দেহ করছি। আদালতে রায় আমার পক্ষে যাওয়ায় তারা প্রতিশোধ নিচ্ছে। এতে আমার প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছি।”

এ বিষয়ে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন বলেন, “মাছ দেশের সম্পদ। যারা এমন ক্ষতিকর কাজ করেছে, তারা শুধু ব্যক্তিগত নয়, দেশেরও ক্ষতি করেছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।”

(একে/এসপি/এপ্রিল ২২, ২০২৫)