মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার অনাকাঙ্ক্ষিত বদলির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণ এই মানববন্ধনে অংশগ্রহণ করে বদলির আদেশ বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও প্রীতম সাহা গাংনীর সাধারণ মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করেছেন। তিনি দারিদ্র ও অসহায় মানুষের সহায়তা করেছেন, এমনকি চলমান এসএসসি পরীক্ষার্থীদের বাসায় রাতের বেলায় গিয়ে খোঁজ নিয়েছেন। তাঁর নেতৃত্বে গাংনীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে, যা প্রশংসনীয়।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তাঁরা ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ দ্রুত বাতিল করার দাবি জানান।

উল্লেখ্যঃ গতকাল সোমবার (২১ এপ্রিল) খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. পারভেজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁর স্থলাভিষিক্ত হবেন বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন।

(এসএএস/এসপি/এপ্রিল ২২, ২০২৫)