আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : র‌্যাব-৮ এর মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। একইসাথে গুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত এবং তার এক সহযোগি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিতে নিহত সিয়াম মোল্লার (২২) লাশ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। সিয়াম মোল্লা উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে। গুলিবিদ্ধ হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে।

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে এ বিষয়ে কোন তথ্য দেওয়া হয়নি। তবে র‌্যাবের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, তাদের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার জোড়া ব্রিজ এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের ওই দলের ওপর হামলা চালায়। এতে র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা গুলি করেন।

আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় র‌্যাব সদস্যরা অভিযানে যায়। তখন মাদক কারবারিদের হামলায় র‌্যাব সদস্যরা আহত হন। পরে আত্মরক্ষার্থে গুলি করা হয়। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা গুলিবিদ্ধ সিয়াম মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ রাকিব মোল্লাকে (২৭) তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবরপেয়ে রাতেই নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ২২, ২০২৫)