বকেয়া বেতনের দাবিতে বিসিসির কর্মচারীদের সড়ক অবরোধ
.jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ১৬০ জন শ্রমিককে পুনর্বহাল করা ও বকেয়া দুই মাসের বেতনের দুই দফা দাবিতে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) চাকরিচ্যুত কর্মচারীরা।
ঘন্টাব্যাপী সড়ক অবরোধের ফলে নগরীর অভ্যন্তরের ফজলুল হক এভিনিউ এবং গির্জা মহল্লা এলাকার যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
বিক্ষুব্ধদের দাবি, বিনা নোটিশে কোন প্রকার সার্ভিস বেনিফিট বা গ্রাচুইটি ব্যবস্থা না করে দৈনিক মজুরী ভিত্তিক ১৬০ জন কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে।
তারা আরও বলেন, শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিক চাকরির ছয় মাস অতিবাহিত হলে কর্তৃপক্ষ তাকে স্থায়ী না করলেও সে আইনের চোখে স্থায়ী শ্রমিক হিসেবে গণ্য হবে। কিন্তু শ্রম আইনের তোয়াক্কা না করে বরিশাল পৌরসভা থেকে অদ্যবর্ধি প্রায় ৩৫ বছর ধরে চাকরি করা শ্রমিকদেরও বিনা নোটিশে ছাটাই করা হয়েছে। শ্রমিকদের এ বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বাসদের জেলা আহবায়ক ডা. মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি জানান, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বয়স ৬০ বছরের উর্ধ্বে চলে যাওয়ায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এর বাহিরে কোন যৌক্তিক দাবি থাকলে তা নিয়ে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।
(টিবি/এসপি/এপ্রিল ২২, ২০২৫)