তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অঙ্গের আওতায় বীজ উৎপাদনকারী উদ্যোক্তাদের গ্রুপ গঠন এবং ইনকিউবেশন বিজনেস শীর্ষক ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে। শহরের আলুবীজ হিমাগারের সম্মেলন কক্ষে বিএডিসির পার্টনার প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

আজ বুধবার এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক (এফএসসি) সঞ্জয় কুমার দেবনাথ।

গোপালগঞ্জ বিএডিসির সহকারী-পরিচালক (টিসি) কৃষিবিদ মোঃ ইমাম হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি বিপনন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের জেলা বিপনন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন খান, সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল হাসান শাহীন ও মনোজ সাহা।

এতে জেলার ৫ উপজেলার বীজ উৎপাদনকারী ২৫ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। আগামী ২৪ এপ্রিল এ প্রশিক্ষণ কর্মসূচী সমাপ্ত হবে বলে বিএডিসির উপ-পরিচালক (এফএসসি) সঞ্জয় কুমার দেবনাথ জানিয়েছেন।

(টিবি/এসপি/এপ্রিল ২২, ২০২৫)