চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিয়ে বাড়িতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত: ১০ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

গত রবিবার রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গুনাইগাছা মন্ডলপাড়া গ্রামের শ্রী ফটিক মন্ডল, রুকু মন্ডল, দুর্জয় মন্ডল, সঞ্জয় মন্ডল, লক্ষণ মন্ডল, টুনি মন্ডল, উজ্জ্বল মন্ডল। অন্যদের নাম পাওয়া যায়নি। তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, রোববার জালেম্বর গ্রামের হাজরা মন্ডলের ছেলের বিয়ে ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকের সমাগম ছিল। এ সময় বাড়ির পাশেই সিগারেট টানছিলেন এক কিশোর। বিষয়টি দৃষ্টিকটূ দেখায় ওই কিশোরকে এক নারী বকাঝকা করেন।

এই বিষয় নিয়ে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিশোঠা নিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি জানা নেই। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এসএইচ/এসপি/এপ্রিল ২২, ২০২৫)