কুষ্টিয়া প্রতিনিধি : কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে কু‌ষ্টিয়ায় বি‌ক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২ টায় কুষ্টিয়া শহ‌রের পাঁচরাস্তার মো‌ড়ে অবস্থান‌ নি‌য়ে বি‌ভিন্ন শ্লোগান দেয়।

এরআগে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে আসে তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের যোক্তিক দাবি কেন মানা হচ্ছে না। হাইকোর্ট জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। তাতে প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর ডিপ্লোমা প্রকৌশলীরা জন্মলগ্ন থেকেই আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। আমরা যারা পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আন্দোলন করতে হচ্ছে। দাবি না মানা হলে আরও বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।

বি‌ক্ষোভ সমাবেশে কয়েক শতাধিক পলিটেকনিক শিক্ষার্থী অংশ নেয়।

(এসএমএ/এএস/এপ্রিল ২২, ২০২৫)