দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে আমার দেশ পাঠক মেলার ‌ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এবং দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধ ‌ ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় ‌ এ সময় বক্তব্য রাখেন ‌ দৈনিক নয়া দিগন্ত ও বাংলাভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারী রুদ্র, দৈনিক আমার দেশ পাঠক ফোরামের সভাপতি ‌এবং ‌ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন। এ সময় ফরিদপুরের প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক আইনজীবী ‌ ‌‌সহ সকল শ্রেণী পেশার মানুষ ‌ উপস্থিত ছিলেন। বক্তারা বিগত দিনে মেঘনা গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‌ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের ‌দাবি জানান।

বক্তারা বলেন মাহমুদুর রহমানের মত একজন সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্য মূলকভাবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ‌ মোস্তফা কামাল ‌ যে মামলা করেছে ‌ তা অত্যন্ত ‌ নিন্দনীয় ‌। তিনি শুধু বাংলাদেশ নন সারা পৃথিবীর দুই চার জন হাতেগোনা সাংবাদিকদের মধ্যে অন্যতম।

বিগত আওয়ামীলীগ সরকার মাহমুদুর রহমানের বিপক্ষে একের পর এক মামলা করেছেন। তাকে কারাগারে পাঠিয়েছেন। ‌অবিলম্বে তার বিরুদ্ধে ‌ মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে।

বক্তারা মেঘনা গ্রুপের সমালোচনা করে বলেন ‌ আওয়ামীলীগ আমলে ‌ মেঘনা ‌ গ্রুপ এর চেয়ারম্যান মোস্তফা কামাল এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

বক্তারা বলেন ‌একজন সাংবাদিকের সংবাদ ‌ ভুল হলে ‌ এবং কোন সংবাদের ‌ আপত্তি থাকলে‌ প্রেস কাউন্সিলের মাধ্যমে আবেদন করতে হয় ‌ অথচ মেঘনা গ্রুপ ‌ সেটা উপেক্ষা করে ‌ আদালতে ‌ আমার দেশ পত্রিকার নামে ‌মামলা করেছেন ‌এটা কোনভাবে মেনে নেয়া যায় না।

(ডিসি/এএস/এপ্রিল ২২, ২০২৫)