জামালপুরে পানি নিষ্কাশনের ড্রেন থেকে কৃষকের লাশ উদ্ধার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলায় পৌর শহরের হাসপাতাল রোডে সাব রেজিস্টার কার্যালয় সংলগ্ন একটি কালভার্টের পাশে পানি নিষ্কাশনের ড্রেন থেকে সজিব প্রধান ওরফে সমেজ উদ্দিন (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।
মৃত সমেজ উদ্দিন উপজেলার পাথর্শী ইউনিয়নের দেলিরপাড় এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে। তিনি এক ছেলে এবং তিন মেয়ের জনক।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, ওই কৃষকটি হাড়ক্ষয়জনিত রোগে ভুগছিলেন। উপজেলার মডার্ন একটি হাসপাতালে তিনি ফিজিওথেরাপি নেন। গতকালও তিনি সেখানে ফিজিওথেরাপি নিয়েছেন।
তিনি আরও জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, ওই কৃষক বাড়ি ফেরার পথে কালভার্টের পাশে ড্রেনে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।
(আরআর/এএস/এপ্রিল ২২, ২০২৫)