বিনোদন ডেস্ক : বাংলাদেশের ব্যান্ডসংগীতের আইকনিক নাম মাইলস। চার দশক ধরে এই ব্যান্ড ছুঁয়ে এসেছে বহু প্রজন্মের হৃদয়। এবার তারা যুক্তরাষ্ট্রজুড়ে শুরু করেছে মাসব্যাপী কনসার্ট ট্যুর ‘লিগ্যাসি ট্যুর ইউএসএ ২০২৫’। এটি তাদের ৩০তম আমেরিকা ট্যুর অ্যানিভার্সারির বিশেষ উদযাপন।

১১ এপ্রিল হিউস্টনের স্ট্যাফোর্ড সেন্টার অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ট্যুরের আনুষ্ঠানিকতা। ভক্তদের উচ্ছ্বাস, গান আর গিটারে মুখর ছিল পুরো সন্ধ্যা। উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিদেশি দর্শক।

পরদিন ১২ এপ্রিল মাইলস পৌঁছে যায় মিয়ামিতে। সেখানে মারগলিস অ্যাম্পিথিয়েটারে তারা পারফর্ম করে প্রায় তিন হাজারের বেশি দর্শকের সামনে। আয়োজকদের মতে, এটি মিয়ামিতে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলাদেশি মিউজিক কনসার্ট।

ব্যান্ডের প্রধান হামিন আহমেদ বলেন, ‘হিউস্টন ও মিয়ামির দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। এই ট্যুর আমাদের জন্য আবেগের, কারণ ১৯৯৬ সালে আমরাই ছিলাম প্রথম বাংলাদেশি ব্যান্ড যারা আমেরিকায় ট্যুর শুরু করেছিল।’

মাইলস তাদের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি পরিবেশন করেছে বাংলা মৌলিক গান, যা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। পুরো ট্যুরটির আয়োজন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইরনক্ল্যাড মেলোডি।

এবারের লিগ্যাসি ট্যুরে মাইলস আরও পারফর্ম করবে ডালাস, নিউ ইয়র্ক, নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, ডেনভার, অস্টিন, মিশিগান, বাফেলোসহ বেশ কয়েকটি বড় শহরে।

আয়োজক ও ভক্তদের প্রত্যাশা, মাইলসের এই ট্যুর হবে তাদের দীর্ঘ সংগীত-যাত্রার এক অনন্য ‘মাইলস্টোন’। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যান্ডসংগীতকে তুলে ধরার এই প্রয়াস অব্যাহত থাকুক- এটাই সকলের কামনা।

(ওএস/এএস/এপ্রিল ২২, ২০২৫)