দিলীপ চন্দ, প্রতিনিধি : ফরিদপুরে অষ্ট শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ‌সকালের দিকে ‌ফরিদপুরের শ্রীধাম ‌শ্রী অঙ্গনে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চ ও বাংলাদেশ জাসদের উদ্যোগে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, এবং পরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী কর্নেল তাহের মঞ্চ ও বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি আশরাফ উদ্দিন তারা, সাধারণ সম্পাদক ‌‌নুর ইয়াহিয়া মিলন, সদস্য শহিদুল ইসলাম ‌ঝড়ু বিশ্বাস, হীরা আক্তার, মুক্তা আক্তার, মোহাম্মদ আনোয়ার শেখ, মোহাম্মদ নিরব, লিখন, বাবলু বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে ‌শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‌এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের ‌সাধারণ সম্পাদক ‌‌মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী। ‌

এ সময় উপস্থিত ছিলেন ‌শ্রীধাম শ্রী অঙ্গনের ‌ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ‌ডক্টর ‌নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী এবং স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ করা যেতে পারে ১৯৭১ সালের একুশে এপ্রিল পাকিস্তানি সেনারা ‌‌‌শ্রীধাম ‌শ্রী অঙ্গনের ‌কীর্তন রত আটজন সাধুকে গুলি করে হত্যা করে।

(ডিসি/এসপি/এপ্রিল ২১, ২০২৫)