রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে আজ সোমবার সকালে 'ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি' এবং 'ডিপ্লোমা ইন মিডওয়াইফারি' কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) এর সমমানের করার দাবিতে একটি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ফরিদপুরের অধ্যায়নরত বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস পরিষদ ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফরিদপুর নার্সিং কলেজের ছাত্র ৩য় বর্ষের শিক্ষার্থী তন্ময় এর সভাপতিত্বে, ‌ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সামনের প্রধান সড়কে‌ এ কর্মসূচি পালিত হয়।

ওই কর্মসূচিতে অন্যান্যদের ‌ফরিদপুর নার্সিং কলেজের শিক্ষার্থী রোমান, রন্তা আক্তার,শান্তা, রাহুল সহ ফরিদপুর শহরে অবস্থিত ৮টি বেসরকারি নার্সিং কলেজের সাধারন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন কালীন নার্সিং শিক্ষার্থীরা বলেন, 'ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি' এবং 'ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স' কোন ক্রমেই ডিগ্রির চেয়ে কম নয় বরং বেশি।'

এর পক্ষে যৌক্তিক কারণ হিসেবে তারা বলেন, 'নির্ধারিত ডিপ্লোমা কোর্স শেষ করে আমরা ৬ মাসের ইন্টার্নি করে থাকি, যাতে প্রায় ডিগ্রি সমমানের সময় এই কোর্স সম্পন্ন করতে ব্যয় হয়।'

এছাড়া, তাদের প্রতি কোন প্রকার বৈষম্য না করে, শিক্ষা গ্রহণের সময় ও যৌক্তিক দাবি বিবেচনায় 'ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি' এবং 'ডিপ্লোমা ইন মিডওয়াইফারি' কোর্সকে স্নাতক বা
ডিগ্রি পাস কোর্সের সমমান করার সিদ্ধান্ত গ্রহণ, এবং তা প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাস্তবায়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ফরিদপুরে আন্দোলনরত বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

(আরআর/এসপি/এপ্রিল ২১, ২০২৫)