অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে তিন ফসলী জমিতে পুকুর খননের দায়ে একজনকে ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। তবে এই জরিমানার টাকা পরিশোধে অপারগতা স্বীকার করলে তাকে দুই মাসের জন্য জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

আজ সোমবার দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত ওই ব্যাক্তির নাম খায়রুল ইসলাম সরকার (৩৫)। সে খননকৃত জমির মালিক উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা দিয়ারপাড়া এলাকার আমজাদ সরকারের ছেলে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, চামটা এলাকায় তিন ফসলী জমিতে পুকুর খনন হচ্ছে এই সংবাদ পেয়ে সরেজমিনে এসে এর সত্যতা পায় ভ্রাম্যমান আদালত। পরে এই খননকাজে সম্পৃক্ত ওই জমির মালিকের ছেলে খায়রুলকে অর্থদন্ড অনাদায়ে কারাদন্ডের আদেশ দেয় আদালত। তবে দন্ডপ্রাপ্ত খায়রুল জরিমানার টাকা প্রদানে অপারগতা দেখালে তাকে কারাদন্ডের জন্য নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।

(এডিকে/এসপি/এপ্রিল ২১, ২০২৫)