আঞ্চলিক প্রতিনিধ, বরিশাল : এক গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও ধারন করার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বরিশালের আদালতে নালিশি মামলা দায়ের করা হয়েছে।

বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়েরের পর বিচারক মুহাম্মদ রকিবুল ইসলাম নালিশি অভিযোগ তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন, মামলায় অভিযুক্ত রাজিব হোসেন ঝালকাঠি সদর উপজেলার কান্ডারগাতি এলাকার রুস্তুম আলী হাওলাদারের ছেলে। বর্তমানে সে ঢাকার যাত্রাবাড়ী থানায় এসআই পদে কর্মরত রয়েছেন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, এসআই রাজিব হোসেন ভোলার বোরহানউদ্দিন থানায় কর্মরত থাকার সময় ওই থানা এলাকার এক গৃহবধূর সাবেক শ্বশুরের দায়ের করা একটি মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। সেই সূত্রে পরিচয়ে তাদের সাথে বিভিন্ন সময় মোবাইল ফোনে কথা হতো। ২০২৪ সালের ২২ এপ্রিল ওই গৃহবধূ এয়ার কুলার ক্রয়ের জন্য বের হন। তখন এসআই রাজিব হোসেনের সাথে দেখা হলে তিনি বরিশাল শহর থেকে ভালো এয়ার কুলার ক্রয় করে দেয়ার প্রস্তাব দেয়। এতে রাজি হলে এসআই রাজিব তাকে নিয়ে বরিশালে আসেন। রাতে ভোলা ফিরতে না পারায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বরিশাল নগরীর সদর রোডের আবাসিক হোটেল আলী ইন্টারন্যাশনালের ৫০২ নম্বর কক্ষে ওঠেন। সেখানে গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। এছাড়াও কৌশলে তাকে বিবস্ত্র করে পর্নো ভিডিও করা হয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বোরহানউদ্দিন উপজেলায় এসআই রাজিবের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় এসআই রাজিবের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ পাঠানো হয়েছে। পাশাপাশি এসআই রাজিবের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। পরবর্তীতে ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে রবিবার (২০ এপ্রিল) শেষ কার্যদিবসে ভূক্তভোগী গৃহবধূ আদালতে মামলা দায়ের করেছেন।

গৃহবধূর দায়ের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে অভিযুক্ত এসআই রাজিব হোসেন বলেন, ওই গৃহবধূর অনৈতিক কর্মকান্ড আমার মাধ্যমে সিঙ্গাপুর প্রবাসী তার সাবেক স্বামী জানতে পারেন। এ কারণে ওই গৃহবধূ হয়রানি করতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

(টিবি/এসপি/এপ্রিল ২১, ২০২৫)